আন্তর্দেশীয় লেনদেন চালু করল এশিয়ার চার দেশ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
আন্তর্দেশীয় লেনদেন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশ। নতুন এই পদ্ধতি অনুসারে এই চারটি দেশের যে কোনো একটি দেশে কিউআর কোড ব্যবহার করে নিজস্ব মুদ্রায় যে কোনো পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশ চারটি হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশগুলোর দ্বারা বাস্তবায়িত নতুন এই লেনদেন ব্যবস্থা দেশগুলোর মধ্যে আর্থিক একীকরণের বিষয়টিকে আরো গভীর করবে। পাশাপাশি আসিয়ান জোটকেও অর্থনৈতিক সংহতির আরো কাছাকাছি নিয়ে আসবে। গত বছর আসিয়ানের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।