ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি ও সহ-সভাপতি হলেন যারা

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি ও সহ-সভাপতি হলেন যারা

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। তিনি বর্তমানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন মাহবুবুল আলম। তিনি আগেই সভাপতি পদের জন্য সরকারের শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পান। তার নেতৃত্বাধীন প্যানেল ব্যবসায়ী ঐক্যপরিষদ। সমঝোতায় নির্বাচিত ও মনোনীত ৫৫ পরিচালক এই প্যানেলের পক্ষের। যদিও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের নির্বাচনে প্রভাবশালী এই প্যানেলের ভরাডুবি হয়। ১৫ পদে বিজয়ী হয়ে চমক দেখায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ফলে এই শীর্ষ বাণিজ্য সংগঠনের সহ-সভাপতি পদে কারা আসছেন, সেটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তবে সভাপতি পদের পাশাপাশি জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতেই মূল নেতৃত্ব নির্বাচিত হলো। ব্যবসায়ীদের একাংশের ভোটে চমক দেখানো সম্মিলিত ব্যবসায়ী পরিষদের কেউ সহ-সভাপতির পদ পাননি। আগামী মেয়াদে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ পেয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি মো. আমীন হেলালী। তিনি এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদেও সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত