জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে রপ্তানিকারকদের আয় ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। রপ্তানি বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। জুলাইয়ে পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাইয়ে প্রবাসী আয় প্রায় ৬ শতাংশ কমেছে।