ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আরএমজি জাদুঘর চালু ১৪ আগস্ট

আরএমজি জাদুঘর চালু ১৪ আগস্ট

চলতি মাসের ১৪ আগস্ট ঢাকায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদর দপ্তরে উদ্বোধন হবে দেশের প্রথম তৈরি পোশাক (আরএমজি) জাদুঘর। সম্প্রতি এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। চিঠিতে বিজিএমইএর সদস্যদের তৈরি পোশাক ব্যবসা সম্পর্কিত আর্কাইভাল উপাদান ও বস্তু দান করার আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, ১৯৮০ সালের দিকে তৈরি পোশাক, আনুষাঙ্গিক, খুচরা জিনিসপত্র আমরা সংগ্রহ করছি। প্রাথমিকভাবে ইতিহাস, সংরক্ষণাগার, বাণিজ্যিক নথি, পুরোনো এলসি বা অন্য কোনো বাণিজ্যিক নথির কপি, ছবি, অডিও-ভিজ্যুয়াল, সেলাই মেশিন বা অন্যান্য মেশিনের নমুনা কপির মতো জিনিসপত্র সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করার পরিকল্পনা করা হয়েছে। এজন্য সদস্যদের প্রতি চিঠি, ফ্যাক্স, টেলেক্স, ডায়েরি, উপস্থাপনা, বা ঐতিহাসিক মূল্য আছে এমন অন্য কোনো প্রাসঙ্গিক নথি দান করার অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি। এছাড়া অফিস মেশিন বা সরঞ্জাম যেমন টাইপরাইটার, কম্পিউটার, ফ্যাক্স মেশিন, শিল্পের পুরোধাদের জীবনী ও শিল্পের ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সংগ্রহযোগ্য জিনিস এবং তথ্য, গল্প ইত্যাদি সংরক্ষণে সহযোগিতা চেয়ে আহ্বান জানান তিনি। চিঠিতে ফারুক হাসান আরও বলেন, উল্লিখিত জিনিসপত্র পাঠানো ব্যক্তির নাম ও বিবরণ জাদুঘরে যথাযথভাবে উল্লেখ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত