বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের টেকসই অর্থায়ন সূচকে শীর্ষ ব্যাংক ও নন-ব্যাংক হিসেবে টানা তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এই তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো- যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি ও বাংলাদেশ ফাইন্যান্স পরপর ২ বছর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়েছে। ২০২০ সালে রেটিং চালু হওয়ার পর প্রথমবারের মতো একই বিভাগে তালিকায় জায়গা করে নিয়েছে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স। বেসরকারি খাতের সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই রেটিংয়ে ভালো মর্যাদা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারের তালিকাটি করা হয়েছে ২০২২ সালের তথ্যের ভিত্তিতে তৃতীয়বার সাসটেনেবল রেটিং প্রকাশ করে। এর আগে ২ বছর অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে টেকসই রেটিংয়ে দশটি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছিল। কিন্তু এবার বাংলাদেশ ব্যাংকের চারটি সূচক পূরণ করতে পেরেছে সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান। তাই এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শীর্ষ রেটিং দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের সাসটেনেবল রেটিংয়ে শীর্ষ সাতে থাকা ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহাজালাল ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ও দ্য সিটি ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলো নতুন করে শীর্ষ সাতে স্থান পেয়েছে। চার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড। মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এ মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি। টেকসই রেটিং সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, টেকসই কোর ব্যাংকিং সূচকে ব্যাংকগুলোর ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নতুন অনেক ব্যাংক যুক্ত হচ্ছে, আবার অনেকগুলো বাদ পড়েছে। এবার সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান রেটিংয়ের আওতায় আসতে পেরেছে। তাই এদের দেওয়া হয়েছে।
আমাদের কোনো নির্ধারিত সংখ্যা নেই। কতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দেব। যারা বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ের সূচক পূরণ করতে পারবে, তারাই শীর্ষে চলে আসবে। এর আগে ২০২১ সালের সাসটেনেবল রেটিংয়ে শীর্ষ দশে থাকা আটটি ব্যাংক এবার বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। এছাড়া আগের বছরের তালিকায় থাকা দুইটি আর্থিক প্রতিষ্ঠানও এবার বাদ পড়েছে।