বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম

এফএও

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে শস্য পাঠানোর চুক্তি বাতিলের পর কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি তার সর্বশেষ খাদ্য মূল্য সূচকে (এফপিআই) এ তথ্য উঠে এসেছে। তেল ও চালের দাম বৃদ্ধির কারণে গত জুলাইয়ে সূচক গড় দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৯ পয়েন্টে, যা জুন থেকে ১ দশমিক ৩ শতাংশ বেশি। টানা সাত মাস পতনের পর জুলাই মাসে এফএও’র তেলের মূল্যসূচক ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে। শস্য ও সার রপ্তানিতে কৃষ্ণসাগর চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তার জন্য সূর্যমুখী তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে। শস্যের মূল্যসূচক জুনে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে ভুট্টার মৌসুমি সরবরাহ বৃদ্ধির এবং যুক্তরাষ্ট্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন।