তেলের দাম বাড়ছে টানা ছয় সপ্তাহ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

রাশিয়া ও সৌদি আরব তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে আরো এক মাস অনড় থাকবে- এই খবরে গতকাল সোমবার বিশ্ববাজারে তেলের দাম মধ্য এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে পরে তা আবার কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোর রাতে ব্রেন্ট ক্রুড তেলের দর ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৪৯ ডলারে ওঠে।

তবে সকাল ৯টায় এই প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৭ ডলার। একইভাবে ভোররাতে ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ০৫ ডলার; সকাল ৯টার সময় তা কিছুটা কমে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৭৬ ডলার। এই দুই তেলের দাম ছয় সপ্তাহ ধরে একটানা বাড়ছে; ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারির পর এই প্রথম একটানা এত দিন ধরে তেলের দাম বাড়ছে।