ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেসরকারি খাতে যাচ্ছে জ্বালানি তেল

বেসরকারি খাতে যাচ্ছে জ্বালানি তেল

বিদ্যমান নীতিতে এক বড় পরিবর্তনের মাধ্যমে, জ্বালানি তেলের ওপর নিজের একক নিয়ন্ত্রণের অবসান করতে চলেছে সরকার। এ লক্ষ্যে বেসরকারিখাতের জন্য অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, পরিশোধন, মজুত, বিতরণ ও বিপণন উন্মুক্ত করার খসড়া প্রণয়ন করেছে। এই উদ্যোগের আওতায়, বেসরকারি খাতের বিনিয়োগে উৎপাদিত জ্বালানি তেলের বিপণন শুরুর প্রথম ৫ বছরে অর্ধেকেরও বেশি ডিজেল, পেট্রল, অকটেন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল কিনে নেবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এজন্য নীতিমালার খসড়া প্রণয়ন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, যার একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও দেখেছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি রিফাইনারিতে উৎপাদিত ডিজেল, অকটেন, পেট্রল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল বিপণন শুরুর প্রথম ৩ বছর মোট উৎপাদিত জ্বালানি তেলের ৬০ শতাংশ সরকার-নির্ধারিত মূল্যে বিপিসিকে সরবরাহ করতে হবে। বাকি ৪০ শতাংশ জ্বালানি তেল নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজস্ব নিবন্ধিত বিপণন নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত