ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাল রপ্তানি নিয়ে সুসংবাদ দিল ভিয়েতনাম

চাল রপ্তানি নিয়ে সুসংবাদ দিল ভিয়েতনাম

প্রায় ৩ সপ্তাহ আগে চাল রপ্তানি নিষিদ্ধ করেছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ভারত। এতে বিশ্বজুড়ে খাদ্যপণ্যটির সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মাঝে ভোগ্যপণ্যটি রপ্তানি নিয়ে সুসংবাদ দিল ভিয়েতনাম। এরইমধ্যে চাল রপ্তানি বাড়িয়েছে তারা। দেশটির কৃষিমন্ত্রী লি মিন হোন বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি বছরের প্রথম ৭ মাসে ৪ দশমিক ৮৯ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে ভিয়েতনাম। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২১ শতাংশ বেশি।

কৃষিমন্ত্রী লি মিন হোন বলেন, এ বছর আরো চাল রপ্তানি করা হবে। সেই লক্ষ্যে ৭ থেকে ৮ মিলিয়ন টন খাদ্যপণ্যটি প্রস্তুত রয়েছে। এবার ভিয়েতনামে ২৭ থেকে ২৮ মিলিয়ন টন চাল উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। লি মিন হোনের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ভিয়েতনামনেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত