ডিমের বাজার নিয়ন্ত্রণে শুধু জরিমানা নয়, হবে প্রতিষ্ঠান বন্ধ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত দামের বাইরে ও লেনদেনের পাকা রসিদ ছাড়া ডিম বেচাকেনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। এ জন্য আগামী ১৬ আগস্ট থেকে কড়া নজরদারি শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চালানো হবে অভিযান। অতীতের মতো শুধু দোষীদের জরিমানা করে ছেড়ে দেয়া হবে না, প্রয়োজনে বন্ধ করা হবে প্রতিষ্ঠান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছেন, আজ (১৫ আগস্ট) থেকে ডিমের বাজারে অস্থিরতার অবসান হবে। এ সময় ভোক্তা পর্যায়ে ডিমের দাম ১২ টাকার বেশি রাখা হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট, ডিলার ও খুচরা-পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। সভায় খামার থেকে শুরু করে ডিম বিক্রির প্রতিটি ধাপে পাকা রসিদ রাখার নির্দেশ দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এএইচএম সফিকুজ্জামান জানান, এখন থেকে উৎপাদকপর্যায়ে ডিম বিক্রয়ে দামের তথ্য নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাকা রসিদ ছাড়া পাইকারি পর্যায়ে কোনোভাবেই ডিম ক্রয়-বিক্রয় করা যাবে না। উল্লেখ্য, সপ্তাহখানেক ধরে অস্থির ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে এক ডজন ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ঠেকেছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সচিবালয়ে সাংবাদিকদের জানান, প্রতিটি ডিম ১২ টাকা দরে, ডিমের হালি ৪৮ টাকার বেশি হওয়া উচিত নয়।