মশার ওষুধেও জালিয়াতি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালে স্বজনদের আর্তনাদে যখন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে, তখন এ রোগের বাহক এডিস মশা নির্মূলে আমদানি করা বিটিআই (ব্যাসিলাথ থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস) নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ঢাকঢোল পিটিয়ে মশা মারতে এ ব্যাকটেরিয়া ব্যবহার শুরু করে, যা সরবরাহ করে মার্শাল অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি (এস) পিইটি লিমিটেড তা অস্বীকার করে বলেছে, আমরা বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচ টন বিটিআই সরবরাহ করিনি। এর আগে গত ৭ আগস্ট এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের ওই প্রতিষ্ঠান থেকে পাঁচ টন বিটিআই আমদানির তথ্য জানায় ডিএনসিসি। ডিএনসিসিতে আসা বিটিআই উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল লিমিটেডের নাম আছে। প্রতিষ্ঠানটির সঙ্গে একটি গণমাধ্যমের পক্ষ থেকে ইমেইলে যোগাযোগ করা হলে গত সোমবার তারা এ তথ্য জানায়। পাশাপাশি ফেসবুক পোস্টের লিংক সংযুক্ত করে তাদের দেখার অনুরোধ করা হয়। ওই লিংকে ঢুকে দেখা যায়, কোম্পানিটির ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বার্তা রয়েছে।