ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে তেল-চিনি

সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে তেল-চিনি

দাম কমানোর ঘোষণা আসার আগে থেকেই এবার কম দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল ও চিনি। এমন স্বস্তির কথাই জানিয়েছেন রাজধানীর কারওয়ানবাজারের ক্রেতা-বিক্রেতারা। পাশাপাশি অবশেষে দাম কমতে শুরু কমেছে ডিমেরও। গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়। নতুন নির্ধারণ করা এই দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকালে কারওয়ানবাজার খুচরা-পাইকারি বিক্রেতারা জানান, বাজারে কম দামের তেল এখনো আসেনি। তবে কয়েক দিন আগে থেকেই বর্তমান নির্ধারিত দামের চেয়েও ২০ থেকে ৪০ টাকা কম দামে ৫ লিটার সয়াবিন তেল বিক্রি করছেন তারা। একই সঙ্গে সরকারের নির্ধারিত দামের চেয়ে কমে মিলছে ১ লিটার ও ২ লিটারের বোতল তেলও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত