দেশ ছাড়ছেন পাকিস্তানিরা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়েও মানবেতর জীবন কাটছে দেশটির বেশিরভাগ মানুষের। সামর্থ্যবানদের অনেকেই দেশ ছাড়ছেন কিছুটা ভালো জীবনের আশায়। স্বাধীনতার ৭৬ বছর পার করছে পাকিস্তান। যেখানে স্বাধীনতা দিবস মানে পাকিস্তানিদের জন্য বড় রকমের উৎসব, সেখানে চলতি বছর তাদের এ দিনটি কাটছে অনেকটাই আড়ম্বরহীনভাবে। দেশের অধিবাসীরা বলছেন, এ স্বাধীনতা দিয়ে কী হবে, যেখানে রাজনীতিতে শান্তি নেই, অর্থনীতিতে স্বস্তি নেই; ভবিষ্যৎ অনিশ্চিত। সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে জানা গেছে, দেশটির সর্বত্র শুধু মানুষের হায়-হুতাশ। স্বাধীনতা তাদের কাছে আর কোনো মাহাত্ম্য বহন করছে না। চলতি বছর মে মাসে পাকিস্তানের মূল্যস্ফীতির হার ছিল ৩৮ শতাংশ। এদিকে, জুলাই মাসে দেশটির খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে ২৮.৩ শতাংশে। অদূর ভবিষ্যতে এ মূল্যস্ফীতি কমবে এমন কোনো সম্ভাবনাও নেই। এ যখন অবস্থা, তার ওপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে দেশটিতে বাড়ানো হয়েছে পেট্রোলের দাম। প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা।