ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি ১৫ মাসের মধ্যে সর্বনিম্নে

যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতির হার কমেছে। গত জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল। গতকাল বুধবার (১৬ আগস্ট) তথ্যের বরাতে কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে। জ্বালানির দাম কমে যাওয়ায় এমনটি হয়েছে। অর্থনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। খবর এএফপির। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরো ওএনএস বলছে, গত জুলাইয়ে ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) বার্ষিক হার গিয়ে দাঁড়ায় ৬ দশমিক ৮ শতাংশে। তার আগের মাসে অর্থাৎ, জুনে যা ছিল ৭ দশমিক ৯ শতাংশ। জুলাইয়ে দাম বৃদ্ধির বিষয়টি বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে গেছে। এছাড়া ব্যাংক অব ইংল্যান্ডও যে আশা করেছিল তাই হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি পূর্বাভাস দিয়েছিল, মূল্যস্ফীতি ৬ দশমিক ৮ শতাংশে থাকবে। যতটুকু আশা করা হয়েছিল গত জুনে ভোক্তা মূল্য সূচক তার থেকে বেশি কমেছে। মাসটিতে ভোক্তা মূল্য সূচক কমেছিল শূন্য দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে এএফপি আরো জানিয়েছে, মূল্যস্ফীতি কমাতে ১২ বারের বেশি সুদের হার বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। কমলেও মূল্যস্ফীতিতে এখনও ধনী দেশগুলোর সংগঠন জি-৭ সদস্যদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে গত জুলাইয়ে গ্যাস ও বিদ্যুতের দাম কমেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত