সিগারেট থেকে সর্বোচ্চ ভ্যাট আদায়
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গেল অর্থবছরে সবচেয়ে বেশি মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় হয়েছে সিগারেট থেকে। এ খাত থেকে তা এসেছে ৩২ হাজার ৮১৮ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ৩ হাজার কোটি টাকা বেশি। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১০ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরে ভ্যাট আদায় হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪২৪ কোটি টাকা। আগের অর্থবছরে যা ছিল ১ লাখ ৮ হাজার ৪২০ কোটি টাকা। গেলো অর্থবছরে মুঠোফোন অপারেটরদের কাছ থেকে ভ্যাট আদায় হয়েছে ৯ হাজার ৪৩৮ কোটি টাকা। যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। এমএস রড থেকে ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ৫৮ দশমিক ৪৬ শতাংশ। কোমলপানীয়তে তা হয়েছে ৩১ দশমিক ১৯ শতাংশ। সিমেন্ট থেকে ৩৩ দশমিক ৭২ শতাংশ এবং বাণিজ্যিক স্থান ভাড়া থেকে ২০ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। পেট্রোবাংলার গ্যাস ও বিপিসির পেট্রোলিয়াম পণ্যেও প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২১ দশমিক ৬৮ এবং ২৩ দশমিক ৪৩ শতাংশ।