ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডিএসই’র প্রধান সূচক চার মাসে সর্বনিম্ন

ডিএসই’র প্রধান সূচক চার মাসে সর্বনিম্ন

চলতি সপ্তাহের তিন দিনের টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। প্রধান সূচক (ডিএসইএক্স) গত চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে গেছে। গত বুধবার (১৬ আগস্ট) লেনদেন শেষে ডিএসইএক্স নামে ৬ হাজার ২২০ পয়েন্টে। এদিন সূচক হারায় ৩৬ পয়েন্ট। আগের দুই কার্যদিবসে সূচক কমেছে আরো ৪০ পয়েন্ট। এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল ডিএসইএক্সের অবস্থান ছিল ৬ হাজার ২২৩ পয়েন্টে। এদিকে লেনদেনও নেমেছে গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্নে। গত বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৫১ কোটি ৫৩ লাখ টাকা। এর আগে ৩৫০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল চলতি বছরের ২৮ মার্চ। সেদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি টাকা।

দিনশেষে ডিএসইতে লেনদেন হয় ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১৩৭টির। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৮ পয়েন্টে। গত কয়েক দিনের দরপতন নিয়ে মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান বলেন, ‘এটা মূলত প্যানিক সেল। যেহেতু ফ্লোর প্রাইস বহাল রয়েছে। সুতরাং, বেশি নিচে নামার সুযোগ নেই। তবে গত কয়েক মাসে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর দর যেভাবে বেড়েছে, সেগুলোর তদন্ত হওয়া উচিত। অন্যথায় বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাবে।’ লেনদেনে শীর্ষে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়া শীর্ষ পাঁচে থাকা ফু ওয়াং ফুড লিমিটেড ১৬ কোটি ৯৪ লাখ টাকা, লাফার্জ হোলসিম বাংলাদেশের ১৩ কোটি ১২ লাখ টাকা এবং জেমিনি সি ফুডের ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই’র শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দর বেড়েছে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত