ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাকার অবমূল্যায়ন বন্ধে তরুণ অর্থনীতিবিদদের আহ্বান

টাকার অবমূল্যায়ন বন্ধে তরুণ অর্থনীতিবিদদের আহ্বান

টাকার অবমূল্যায়ন বন্ধে নতুন অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ। পশ্চিমা ষড়যন্ত্রে আমাদের দেশের টাকার পরিমাণ বাড়লেও মূল্য কমে গেছে। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্যের দাম। কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে সে কথা সবাই বলে। তবে টাকার মান কমেছে তা কেও বলে না। টাকশাল বাংলাদেশের সম্পদের ভান্ডার নয়। টাকা ছাপালেই অর্থনৈতিক সমস্যা সমাধান হয় না। সমস্যার মূল থেকে এর সমাধান নিয়ে আসতে হবে। এবং এই দায়িত্বটা তরুণ অর্থনীতিবিদদের। গতকাল শনিবার (১৯ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্তিত্বশীলতার প্রভাব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে উপায়’ শীর্ষক এক সভায় এসব কথা বলেন তিনি। সাবেক এই বিচারপতি বলেন, আমাদের পূর্ব-পুরুষরা টাকার যে মূল্য রেখে গেছে সেটা আমরা ধরে রাখতে পারিনি। তাই এখন টাকার টয়লেট টিস্যুতে রূপান্তরিত হয়েছে। একটা সময় এক পয়সাতে অনেক কিছু পাওয়া যেত। আর এখন ১০ টাকার কম ভিক্ষা দেওয়া যায় না। কম দামে পণ্য উৎপাদন করলে বিদেশি ক্রেতারা এখান থেকে পণ্য কিনবেন- এই উদ্দেশ্যে টাকার মান কমিয়েও কেন সুফল আসছে না। এত এত অর্থনীতি পড়ে টাকার মান খোলাম কেন। বোকা জনগণ পেয়ে কিছু শ্রেণির মানুষ অর্থনীতিকে পুঞ্জিভূত করে ফেলেছে। এই সমস্যার সমাধানে আমাদের অর্থনৈতিক ধারণা বা কনসেপ্ট গুলো বদলাতে হবে বলে মনে করেন তিনি। ব্রিটিশদের ষড়যন্ত্রে টাকার মান হারালেও সেখান থেকে ফিরে আসার জন্য কেউ কখনো কোনো চেষ্টা করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত