জ্বালানি তেলে বেসরকারি ‘হাত’

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ সরকারিভাবে হয়। ফলে সরকার যে মূল্য নির্ধারণ করে দেয় সেই মূল্যে ভোক্তাদের জ্বালানি তেল কিনতে হয়। সরকারের একচেটিয়া প্রভাব বন্ধে অনেক দিন ধরে বেসরকারি খাতের অন্তর্ভুক্তির কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এতে করে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং ন্যায্যমূল্যে জ্বালানি সেবা পাবেন ভোক্তারা। সম্প্রতি ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’-এর খসড়া তৈরি করেছে সরকার।

নীতিমালায় বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে বিক্রির নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি জ্বালানি পণ্য রপ্তানিরও সুযোগ রাখা হয়েছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা মেটায় একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তারা অপরিশোধিত তেল আমদানি করে এবং সেই তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত হয়ে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলসহ সরকারি বিপণন কোম্পানির মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হয়। এর বাইরে সরকারি খাতের তিনটি ও বেসরকারি খাতের ১৩টি রিফাইনারি (কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট) পেট্রোবাংলার কাছ থেকে কনডেনসেট গ্রহণের পর প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন, ডিজেল, সলভেন্ট, মোটর স্প্রিট, কেরোসিন সুপিরিয়র অয়েল, মিনারেল তারপেনটাইনসহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এছাড়া বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো শর্তসাপেক্ষে ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করতে পারে।