পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য এখন পুরোদমে চলছে প্রি-কমিশনিংয়ের কাজ এরই অংশ হিসেবে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি প্ল্যান্টের অভ্যন্তরে হ্যান্ডলিংয়ের নানান কার্যক্রম চলছে জোরেশোরে। প্রকল্পটির প্রথম ইউনিটে জ্বালানি লোড-আনলোডিংয়ের জন্য বসানো হয়েছে বিশেষায়িত ট্রেসেল ক্রেন।প্রকল্প সূত্রে জানা গেছে, ২২৫ টন ওজনের এই ক্রেনটি রাশিয়ায় তৈরির পর এটিকে রূপপুরের সাইট এলাকায় নিয়ে আসা হয় এর ক্ষুদ্র অংশগুলোর সংযোজনও সম্পন্ন হয়েছে রূপপুরেই।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ক্রেনটি ৩৬০ টন পর্যন্ত ভার উত্তোলনে সক্ষম।রুশ ঠিকাদার প্রতিষ্ঠান এটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি দেইরি জানান, প্ল্যান্টে এই ট্রেসেল ক্রেনটির সফল ইনস্টেলশন তথা সংযোজন একটি অন্যতম মাইলফলক বিদ্যুৎকেন্দ্রটি চলাকালীন এই ক্রেনটির মাধ্যমে ইউরেনিয়ামসহ অত্যন্ত ভারি যন্ত্রাংশ লোড এবং রি-লোডিংয়ের কাজ করা হবে।