বিমা খাতের শেয়ারে উল্টো স্রোতের কারণে সপ্তাহের চতুর্থ কর্মদিবস গতকাল বুধবার (২৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত মঙ্গল ও গতকাল বুধবার টানা দুদিন দরপতন হলো। এই দুই দিনই বিমা কোম্পানির শেয়ারের দাম কমেছে। বুধবার বিমা খাতের ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে তিনটির, বিপরীতে কমেছে ৪০টি কোম্পানির শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ১৪ কোম্পানির শেয়ারের। বিমা খাতের শেয়ারের পাশাপাশি দাম কমেছে খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের। ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ৩৩৪টি প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৫৭৮ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ পয়েন্টে। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- রূপালী লাইফ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম এবং আরডি ফুড লিমিটেডের শেয়ার।
এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে।