অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানি সাময়িকভাবে সীমিত করার পরিকল্পনা করছে মিয়ানমার। দেশটির রাইস ফেডারেশনের এক জ্যেষ্ঠ সদস্য বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এ মাসের শেষ থেকে পরবর্তী ৪৫ দিনের জন্য চাল রপ্তানি আমরা সাময়িকভাবে সীমিত করতে চাই।’ অভ্যন্তরীণ বাজারের চালের দাম বাড়তে থাকায় মিয়ানমার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক মিয়ানমার বছরে ২০ লাখ টনের বেশি চাল রপ্তানি করে। এর আগে একই কারণ দেখিয়ে চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ভারত। বাসমতি নয়- এমন চাল রপ্তানিতে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত, তাতে বিশ্ববাজারে চাল সরবরাহ কমেছে এক কোটি টন বা ২০ শতাংশ। ভারত সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, ভারতের বাজারে বাসমতি নয় এমন সাদা চালের পর্যাপ্ততা নিশ্চিত করতে ও অভ্যন্তরীণ বাজারে চালের মূল্যবৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে সরকার রপ্তানিনীতিতে পরিবর্তন এনেছে। আগের ১২ মাসে ভারতে খুচরা বাজারে চালের দাম সাড়ে ১১ শতাংশ বেড়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।