ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন ২৪ পণ্যে বাড়ল রাজস্ব আয়

নতুন ২৪ পণ্যে বাড়ল রাজস্ব আয়

দেড় বছর আগেও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৫৫ ধরনের পণ্যের নমুনা পরীক্ষা করে ছাড়পত্র দিত বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয়। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে লুব্রিকেটিং অয়েল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, রাইটিং অ্যান্ড প্রিন্টিং পেপার, সার্কিট ব্রেকার, বেবি পাউডার, বেবি লোশনসহ আরো ২৪ ধরনের পণ্য। নতুন পণ্য যুক্ত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ে। ফলে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৮ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে সিএম এবং মেট্রোলজি উইং মিলে রাজস্ব আদায় হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকা। সেখানে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৯১ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটিতে রাজস্ব আদায় বেড়েছে ৪২ দশমিক ১৮ শতাংশ। রাজস্ব আদায় বাড়ার বিষয়ে জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘একাধিক কারণে এবার আমাদের রাজস্ব আদায় অনেক বেড়েছে। গত অর্থবছরের তুলনায় এবার লাইসেন্স প্রদান ও নবায়ন বেশি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত