ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খাদ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

খাদ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষি খাতে উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের পর বাংলাদেশ এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। একই সঙ্গে খাদ্য রপ্তানির দিকেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল রোববার (২৭ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩’ অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘গতানুগতিক কৃষি থেকে বের হয়ে এসে কৃষিকে বাণিজ্যিকীকরণে কাজ করা হচ্ছে। বাংলাদেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক হলেও আমরা এর বাইরেও কাজ করতে চাই।

সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে। কেন না, কৃষি এ দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড়

ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে ১ ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত