ব্যয় তদারকিতে সাশ্রয় কয়েক কোটি টাকা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সংসদসহ স্থানীয় সরকারের যেকোনো স্তরে নির্বাচনি সামগ্রী কেনায় সাশ্রয়ী হওয়ার নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের ক্রয়-সংক্রান্ত তথ্য প্রকাশ, ব্যয় তদারকি ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কয়েক কোটি টাকা। মোট ১১টি পণ্যের মধ্যে ৯টির মূল্য অতীতের থেকে কমেছে। কোনো কোনো পণ্য এখন অর্ধেক দামে কেনা হচ্ছে। ক্রয়-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, সব ধরনের নির্বাচনি সামগ্রী কেনায় সাশ্রয়ী হতে হবে নির্বাচন কমিশনকে। অতীতে কেনাকাটায় স্বচ্ছতায় ঘাটতি ছিল। নির্বাচনি বরাদ্দের টাকা লুটেপুটে খেত একশ্রেণির অসাধু চক্র। এই চক্রের দুটি পক্ষ ছিল। একটি খোদ নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা এবং অপরদিকে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। এ দুটি পক্ষই মিলেমিশেই ভাগবাটোয়ারা করে অবৈধ কাজটি বৈধ করে অর্থ ভাগাভাগি করে নিতে। নীতি-নির্ধারণী পক্ষের নজরদারি কম থাকায় দুর্নীতি করায় উৎসাহী হতো চক্রটি। এ প্রেক্ষিতে বর্তমান কমিশন কাজে স্বচ্ছতা আনায় ওই দুর্নীতির তথ্য ফাঁস করা হয়েছে দাবি সংশ্লিষ্টদের। আর নানা উদ্যোগে অর্থ সাশ্রয়ের বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করানোর কারণে এগুলো সম্ভব হয়েছে।