ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্যে বছরে সাড়ে ৩১ কোটি পাউন্ড শুল্ক সুবিধা মিলবে

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানিকারকরা বছরে সাড়ে ৩১ কোটি পাউন্ডের শুল্ক রেয়াত পাবেন। ডেভেলপিং কান্ট্রিস ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় মিলবে এই সুবিধা। সম্প্রতি উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধাটি চালু করেছে যুক্তরাজ্য সরকার।

এর আওতায় বাংলাদেশের তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, যার বার্ষিক আর্থিক মূল্য হবে সাড়ে ৩১ কোটি পাউন্ড বা দেশের ৪ হাজার ৩৪৭ কোটি টাকার সমান (প্রতি পাউন্ড ১৩৮ টাকা ধরে) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় তার বাসভবনে নীতিনির্ধারক, গবেষক ও বেসরকারি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনাকালে এই তথ্য তুলে ধরেন। এক জরিপে এই তথ্য উঠে এসেছে। হাইকমিশনারের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্য সরকার অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি সুবিধার বদলে ডিসিটিএস চালু করেছে। গত জানুয়ারি থেকে নতুন এ কর্মসূচি কার্যকর করা হয়েছে। কর্মসূচিটির আওতায় সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ হবে অন্যতম একটি। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, নতুন এ কর্মসূচি বাংলাদেশকে স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণে সহায়তা করবে। পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।