ভারতে ৫ লাখ টন সেদ্ধ চাল রপ্তানি স্থগিত

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

শুল্ক আরোপের কারণে ভারত থেকে সেদ্ধ চাল রপ্তানি স্থগিত করেছে দেশটির রপ্তানিকারকরা। আমদানিকারকরাও শুল্ক দিয়ে অতিরিক্ত দামে চাল কিনতে চান না, সে কারণে উভয় পক্ষের তৎপরতায় দেশটি থেকে ৫ লাখ টন সেদ্ধ চাল রপ্তানি স্থগিত হয়ে গেছে। রয়টার্সের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, ৫ লাখ টন চালের এই চালান মধ্য অক্টোবরের পর ছাড় করা হবে, অর্থাৎ শুল্ক উঠে যাওয়ার পর। কিন্তু ভারত থেকে চাল না গেলে বিশ্বের অনেক দেশেই চালের মজুত কমে যাবে, যেমন বেনিন, ঘানা, কোতে ডি আইভরি, লাইবেরিয়া। তাতে স্বাভাবিকভাবেই এসব দেশে চালের দাম বাড়বে। এমনিতেই এসব দেশে চালের দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ, এখন তারা চাল আমদানি করতে না পারলে দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের আগে দেশের বাজারে চালের দাম বাড়তে দিতে চায় না কেন্দ্রীয় সরকার। সে কারণে তারা খাদ্য রপ্তানিতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। সবশেষ গত শুক্রবার তারা সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারতের এক রপ্তানিকারক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল রয়টার্সকে বলেছেন, ক্রেতারা চাল কেনা স্থগিত করেছেন, কেউই মূলত শুল্ক দিতে চান না। ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বি ভি কৃষ্ণা রাও বলেছেন, ৫ লাখ টন চালের চালান স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ভারতের রপ্তানিকারকরা ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল টনপ্রতি ৪৫০ থেকে ৪৫৫ ডলারের বিক্রি করেছেন।