বেভারেজ খাতে এনবিআরের কর ছাড়

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কার্বোনেটেড পানীয় শিল্পের (বেভারেজ ইন্ডাস্ট্রি) ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষর করা এক আদেশ সূত্রে গতকাল বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানা গেছে। কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস, প্রাণ, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ। ওই দাবিকে বিবেচনায় নিয়ে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো চিঠিতে জানায়, নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের গ্রস প্রাপ্তির ওপর ৫ শতাংশ ন্যূনতম করহার আরোপ করা হয়েছে।