ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। একইসাথে লেনদেন বেড়েছে প্রায় ৪৩ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইর অন্য দুই সূচকও ছিল ইতিবাচক। সামান্য বেড়ে ডিএসই শরিয়াহ সূচক অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ১৪১ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬৩টির। লেনদেনে শীর্ষে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া শীর্ষ পাঁচে থাকা রূপালি লাইফ ইনস্যুরেন্সের ২০ কোটি ৯৫ লাখ টাকা, সোনালি পেপারসের ১৬ কোটি ১৩ লাখ টাকা এবং এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ৯৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের দর বেড়েছে ৬ দশমিক ২৮ শতাংশ। এছাড়া এপেক্স ফুডসের ৬ দশমিক ২২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫ দশমিক ৫৪ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৪ দশমিক ৮৩ শতাংশ দর বেড়েছে। দরপতনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের দর কমেছে ২ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২ দশমিক ৩৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২ দশমিক ৩৩ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ২ দশমিক ৩২ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।