ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে কোনোভাবেই চাপ কাটিয়ে উঠতে পারছে না পাকিস্তানের মুদ্রা। গতকাল বৃহস্পতিবারও (৩১ আগস্ট) মার্কিন মুদ্রার বিরুদ্ধে মান হারিয়েছে পাকিস্তানি রুপি। আন্তঃব্যাংকে কার্যদিবসের শুরুতে যে হার শূন্য দশমিক ৩৬ শতাংশ। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৩০৫ দশমিক ৫৫ পাকিস্তানি রুপি। পাকিস্তানের ইতিহাসে এ যাবতকাল যা সর্বকালের সর্বনিম্ন। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে শুধু একদিনেই গ্রিনব্যাকের বিপক্ষে অবনমন ঘটেছে ১ দশমিক ১০ রুপি।

আগের দিনও (বুধবার, ৩০ আগস্ট) পাকিস্তানের কারেন্সির রেকর্ড দরপতন ঘটে। ওই দিন ডলারপ্রতি মূল্যমান ছিল ৩০৪ দশমিক ৪৫ রুপি। সিনেটর সেলিম মান্ডভিওয়ালার সভাপতিত্বে অর্থ-সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী ড. শামশাদ আখতার বলেছেন, ভর্তুকি দেয়ার জন্য আর্থিক জায়গা নেই বর্তমান সরকারের। তবে তিনি যোগ করেন, সুবিধাপ্রাপ্তদের বিদ্যুৎ প্রত্যাহারের প্রস্তাবটি বিবেচনাধীন রয়েছে। মুদ্রার ক্রমবর্ধমান বিনিময় হারের ওঠা-নামা, নজিরবিহীন বিদ্যুতের খরচ এবং ২২ শতাংশ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিনেট কমিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত