ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

১ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ

১ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। গত ১ মাসের মধ্যে যা প্রায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। চলতি বছরই সুদের হার বৃদ্ধি থেকে বিরত হতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে নিরাপদ আশ্রয় ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৪৫ ডলার ৪০ সেন্টে। গত ১ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর স্থিতিশীল রয়েছে। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৭২ ডলার ৪০ সেন্টে। সবমিলিয়ে দৈনিক ভিত্তিতে চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম বেড়েছে। তবে মাসিক হিসেবে ১ শতাংশ পতনের পথে রয়েছে বুলিয়ন। কারণ, এ সময়ে মার্কিন মুদ্রা ডলারের মান টানা ঊর্ধ্বগামী হয়েছে। বিগত ৩ মাসের মধ্যে যা প্রথম দেখা গেছে। এছাড়া ইউএস ট্রেজারি ইল্ডেরও উত্থান ঘটেছে। স্বর্ণের দরপতনে যা বড় ভূমিকা রেখেছে। স্করপিয়ন মিনারেলসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড বলেন, শিগগিরই কর্মসংস্থান ও মূল্যস্ফীতি তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এগুলোর ওপরই ফেডের সুদের হার বৃদ্ধি থেকে বিরত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে। আপাতত সেদিকেই নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, চলতি আগস্টে মার্কিন মুলুকে প্রত্যাশার চেয়ে কম মানুষের চাকরি হয়েছে। ফলে স্পষ্ট হয়েছে, সেখানে শ্রমবাজার মন্থর রয়েছে। তাই চটজলদি সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে ফেড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত