ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ৬৯.৮ শতাংশ থেকে ৪ শতাংশ

শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ৬৯.৮ শতাংশ থেকে ৪ শতাংশ

২০২২-এর সেপ্টেম্বরে সর্বোচ্চ ৬৯ দশমিক ৮ শতাংশ থেকে এ বছরের জুলাইয়ের ৬ দশমিক ৩ শতাংশে এসে দাঁড়ায় মূল্যস্ফীতির হার। আগস্টে তা কমে ৪ শতাংশ হলো। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আগস্টে দেশটির মূল্যস্ফীতির হার ৪ শতাংশে নেমে এসেছে। গত শুক্রবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। গত বছর থেকে শুরু হওয়া নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে এটাই শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। আজ আনুষ্ঠানিক তথ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে। বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক পর্যায়ে নেমে এলে দেশটিতে বেশ কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধের সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় আর জনমানুষের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। এক পর্যায়ে বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে উৎখাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত