ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প

আপত্তি পরিকল্পনা কমিশনের

আপত্তি পরিকল্পনা কমিশনের

সরকারি টাকায় বড় প্রকল্পের অর্থায়ন এবং জমি অধিগ্রহণসহ বেশ কিছু বিষয়ে আপত্তি দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০২২ সালের ভয়াবহ বন্যায় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে পৌনে ৩ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ব্যয়ের পুরোটাই সরকারি তহবিল থেকে মেটানো হবে। এতে জমি অধিগ্রহণেই যাবে বড় অঙ্কের অর্থ। তবে অর্থসংকটের এ সময়ে সরকারি টাকায় বড় প্রকল্পের অর্থায়ন এবং জমি অধিগ্রহণসহ বেশ কিছু বিষয়ে আপত্তি দিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে এর ওপর মূল্যায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তাতেই এসব আপত্তি তুলেছে কমিশন। প্রকল্প প্রস্তাবে দেখা যায়, গত বন্যায় সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক উপজেলা এবং হবিগঞ্জের নবীগঞ্জ ও লাখাই উপজেলার মহাসড়ক-সড়কের ব্যাপক ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট মেরামতে এ প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে ক্ষতিপূরণসহ জমি অধিগ্রহণ, সড়ক বাঁধ প্রশস্ত করা, বাস বে নির্মাণ, বিভিন্ন ধরনের পেভমেন্ট নির্মাণ ও প্রশস্ত করা, পিসি গার্ডার সেতু নির্মাণ, কালভার্ট নির্মাণ, সড়ক রক্ষায় ব্লক স্থাপন ইত্যাদি। ‘২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পে খরচ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৭৫০ কোটি টাকা। পরিকল্পনা কমিশন বলছে, বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার জিওবি টাকা ব্যয়ের পরিবর্তে প্রকল্প ঋণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাই জিওবি অর্থের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ জিওবি অর্থায়নে এই মুহূর্তে এ প্রকল্পের তেমন যৌক্তিকতা নেই। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এর যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত