ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুনাফা থেকে ২০ হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে বিপিসি

মুনাফা থেকে ২০ হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে বিপিসি

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে গেছে। এদিকে টাকার অবমূল্যায়নের কারণে গত দুই মাস ধরে আবারও লোকসানে পড়েছে দেশের একমাত্র জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। যদিও নিজস্ব তহবিল থেকেই লোকসান মেটাচ্ছে সংস্থাটি। ২০১৩ সাল থেকে প্রায় ৪২ হাজার কোটি টাকা মুনাফা করে বিপিসি। মুনাফা থেকে ২০ হাজার কোটি টাকা সরকারকে দিয়েছে বিপিসি। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলে মুনাফা কমতে থাকে সংস্থাটির। গত বছর অর্থ বিভাগের কাছে ভর্তুকি হিসেবে ১৯ হাজার কোটি টাকা দাবি করেছিল সংস্থাটি। তবে জ্বালানি তেলে ভর্তুকি না দেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে অর্থ মন্ত্রণালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত