আমদানি অব্যাহত থাকায় চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দুই দিন পূর্বে বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর থেকে আমদানিকৃত কাঁচা মরিচ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হতো। তুলনামূলক দেশীয় কাঁচা মরিচের দামের চাইতে আমদানিকৃত কাঁচামরিচের দাম কম হওয়ায় নিয়মিতভাবেই বন্দর থেকে কাঁচামরিচ ক্রয় করে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম নিম্নমুখী। গত বৃহস্পতিবার বন্দরে যে কাঁচা মরিচ ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সেই মরিচ শনিবার তা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমার কারণে আমাদের যেমন কিনতে সুবিধা হচ্ছে, তেমনি মোকামে পাঠাতেও সুবিধা হচ্ছে। মোকামে সাধারণ মানুষ খানিকটা কম দামে কাঁচা মরিচ কিনতে পারছেন। হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী থাকায় বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে মরিচ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানি কারকরা।