আইএমএফের আরেকটি শর্ত পূরণ

আসছে সরকারি কেনাকাটা কর্তৃপক্ষ আইন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বা বাংলাদেশ সরকারি কেনাকাটা কর্তৃপক্ষ আইন পাস হতে পারে।

এরই মধ্যে আইনটি পাসের জন্য বিল আকারে জাতীয় সংসদে পাঠানো হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিও আইনটি যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের সঙ্গে এই আইন পাসের সম্পর্ক আছে। আগামী নভেম্বর মাসের মধ্যে আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা আছে। এ ছাড়া বিশ্বব্যাংকের বাজেট সহায়তার শেষ কিস্তির ২৫ কোটি ডলার পেতেও সরকারি কেনাকাটায় আরো স্বচ্ছতা নিশ্চিত করার শর্ত আছে।