দক্ষিণ এশিয়ায় এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ায় ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। গত ৩ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজির দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা করা হয়। এর আগের মাসে (আগস্ট) এ দাম ছিল ১ হাজার ১৪০ টাকা। দেশের বাজারে বিইআরসির নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি হয় না। বরং বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে কোম্পানিভেদে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। এ দাম আরো বাড়তে পারে বলে এরই মধ্যে গ্রাহকদের জানিয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোয় বিইআরসির ঘোষিত দামের চেয়ে অনেক কম মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। এ ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৭ টাকা ১ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে। এলপিজির দামের মধ্যে ১২ কেজিতে ডিস্ট্রিবিউটরের চার্জ ৫০ টাকা ও খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা ধরা আছে। কিন্তু এ কমিশনকে অপর্যাপ্ত মনে করেন খুচরা বিক্রেতারা।