ভবিষ্যতে ব্যাংকের সুদহার আরো বাড়তে পারে : সালমান এফ রহমান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী দিনে ব্যাংকের সুদহার আরো বাড়বে- এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের (বিডা) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম (সিটিআইসি) উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান রাজস্ব বিভাগের সঙ্গে সংকট নিরসনে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।’ এ সময় ব্যবসায়ীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, ‘সরকার অনেকদিন ধরেই ব্যাংকের সুদ নিয়ন্ত্রিত রেখেছিল। কিন্তু এখন আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।’ ব্যবসায়ীদের বাড়তি সুদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার তাগিদ দেন তিনি। সালমান এফ রহমান বলেন, ‘সরকারের রাজস্ব আহরণে চ্যালেঞ্জ রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে কর কমানো হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব বাড়েনি।’

এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আগামী নির্বাচনেও সেরকম স্থিতিশীলতা থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সালমান এফ রহমান বলেন, অতীতে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও হবে সংবিধান মোতাবেক হবে।