ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমদানি কাপড়ের ওপর নির্ভরতা কমছে

আমদানি কাপড়ের ওপর নির্ভরতা কমছে

দেশে উৎপাদন বেড়ে যাওয়ায় আমদানি কাপড়ের ওপর নির্ভরতা কমাচ্ছেন তৈরি পোশাক প্রস্তুতকারকরা। চলতি বছরের প্রথম ৭ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ওভেন কাপড়ের আমদানি কমেছে ২৫ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া, আন্তর্জাতিক পোশাক বিক্রেতা ও ব্র্যান্ডগুলো এখন মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তৈরি পোশাক প্রস্তুতকারকদের পণ্য সরবরাহে কম সময় বেঁধে দেয়ায় পোশাকের উপকরণগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করা হচ্ছে। তীব্র প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বিক্রেতারা নতুন ফ্যাশন পণ্যের জন্য মহামারির আগের সময়ের ৬ বা ৮ বিক্রয় মৌসুমের পরিবর্তে এখন ১২টি বিক্রয় মৌসুম করার চেষ্টা করছে। তাই, তারা এখন পণ্যের দ্রুত চালান চাচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা জাহাজে পণ্য সরবরাহের পরিবর্তে বেশি খরচে উড়োজাহাজের মাধ্যমে পণ্য নিতে চান।

আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর এমন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান, বস্ত্র কারখানার পাশাপাশি তাঁতিরাও তাদের উৎপাদন বাড়াচ্ছেন। স্থানীয় পোশাক সরবরাহকারীরা বিদেশি ক্রেতাদের বেঁধে দেওয়া কম সময়ের কারণে আমদানি করা কাপড়ের পরিবর্তে স্থানীয়ভাবে উৎপাদিত কাপড় সংগ্রহ করছেন। বর্তমানে, আন্তর্জাতিক ক্রেতারা পণ্য সরবরাহের জন্য আগের ৯০ ও ১২০ দিনের পরিবর্তে ৪৫ থেকে ৬০ দিন সময় বেঁধে দিচ্ছেন। আমদানি কাপড় দিয়ে পোশাক তৈরি করতে গেলে এত অল্প সময়ের মধ্যে পণ্য সরবরাহ প্রায় অসম্ভব। কেননা, অন্য দেশ বিশেষ করে চীন থেকে বাংলাদেশে কাপড় আমদানি করতে অন্তত ৩০ দিন সময় লাগে। পোশাক প্রস্তুতকারীরা যদি পণ্য সরবরাহে বেশি সময় নেন তাহলে তাদের কার্যাদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা সময় বাঁচাতে স্থানীয় বাজার থেকে তাদের প্রয়োজনীয় কাপড় কিনছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুসারে, গত জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওভেন কাপড় আমদানি হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬৭১ মেট্রিক টন। এটি গত বছরের একই সময়ে ছিল ৩ লাখ ৬৪ হাজার ৩২১ টন। দামের দিক থেকে তা ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৬০ কোটি ৮৩ লাখ টাকায়। স্থানীয়ভাবে কাপড়ের সংগ্রহ বেড়ে যাওয়া বোঝা যাচ্ছে যে পোশাক খাতে আরও মূল্য সংযোজন ঘটছে। নিট কাপড়ের ক্ষেত্রে, স্থানীয় কারখানাগুলো অনেক বছর ধরেই ৯০ শতাংশেরও বেশি কাঁচামাল সরবরাহে সক্ষম। তারা অল্প সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে পারে। ‘নিজেদের বাজার থেকে কাপড় কেনায় ক্রেতাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে’- উল্লেখ করে বিটিএমএর প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- গার্মেন্ট মালিকরা দেশের বাজার থেকে কাপড় নিয়ে পরে টাকা দিতে পারেন। গুণগত সমস্যা হলে কাপড় বদলে নিতে পারেন। এসব সুবিধা আমদানি করা কাপড়ের ক্ষেত্রে সম্ভব হতো না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত