আরো কমল গমের দর

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

অবশেষে আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যশস্যটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ০৬ সেন্টে। ইউক্রেনে সামরিক অভিযানের পর গত জুলাইয়ে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এরই মধ্যে সবশেষ গত সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে পুনরায় ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে আলোচনা হয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ প্রায় গোটা বিশ্বে খাদ্য সংকট দূর করার জন্য তুরস্ক রাশিয়াকে পুনরায় ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে রাজি করাতে চাইছে। সেই সম্ভাবনাও জোরাল হয়েছে। মূলত এতেই গমের দরপতন ঘটেছে। ব্যবসায়ীরা বলেছেন, গত বুধবার গমের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড।