ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আয়কর-বিষয়ক কর্মশালা

রাজস্ব ফাঁকি ও বকেয়া কর আদায়ে জোর

রাজস্ব ফাঁকি ও বকেয়া কর আদায়ে জোর

আয়কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে আয়কর আইন, ২০২৩ এর বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে অধিকতর সুস্পষ্ট ধারণা দিতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার, বকেয়া কর আদায়, করদাতা নিবন্ধন, জরিমানা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এতে মোট ছয়টি সেশন আলোচনা করা হয়েছে। গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় এনবিআরের আয়কর বিভাগের সব সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মশালা আয়কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে আয়কর আইন, ২০২৩ এর বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে অধিকতর সুষ্পষ্ট ধারণা দেবে এবং আয়কর আইনের আধুনিক বিধানগুলো অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাদের অধিকতর দক্ষ করবে ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা পালন করবে। আরো জানানো হয়েছে, দিনব্যাপী কর্মশালায় ছয়টি পৃথক সেশনে আয়কর আইন, ২০২৩ এর গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের ওপর উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নতুন আয়কর আইনের কার্যপদ্ধতি, রিটার্ন ও বিবরণী, কর নির্ধারণের জন্য তথ্য উপস্থাপন, কর নির্ধারণ ও অডিট, কর নির্ধারণের সময়সীমা এবং রহিতকরণ ও হেফাজত ইত্যাদি বিষয়ের ওপর উপস্থাপনা করা হয়।

দ্বিতীয় সেশনে আয়ের খাতগুলোর ওপর উপস্থাপনা দেয়া হয়। এই সেশনে মুখ্য আলোচক ছিলেন কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এবং চেয়ার অব দ্য সেশনের দায়িত্ব পালন করেন এনবিআর সদস্য (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) আহাম্মদ উল্যাহ্। পরবর্তী সেশনে তথ্য সংগ্রহ, রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার এবং বকেয়া কর আদায় বিষয়ক উপস্থাপনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত