ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আইফোন ১৫ সিরিজের দাম কত?

আইফোন ১৫ সিরিজের দাম কত?

আগামীকাল মঙ্গলবার উন্মুক্ত হচ্ছে আইফোন ১৫ সিরিজ। জমকালো এক ইভেন্টের মাধ্যমে আইফোনের ১৫ সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মুক্ত করা হতে পারে। আইফোনের ১৫ সিরিজের মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ ম্যাক্স।

তবে প্রো ম্যাক্স মডেলের নাম আইফোন ১৫ আলট্রা হতে পারে। এছাড়া অনেকেই বলছেন আইফোন ১৫ আলট্রা নামে নতুন মডেলের একটি ফোন আসতে পারে। এবারের আইফোনগুলো থাকবে এ১৭ বায়োনিক চিপসেট, যা পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা অ্যাপেলের। ম্যাক রুমর্সের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫-তে থাকবে নতুন অ্যাকশন বাটন, যা কাস্টমাইজ করা যাবে যেমন- ফোকাস মোড অন করা, ফোন সাইলেন্স করার ফ্ল্যাশলাইট, ক্যামেরা লঞ্চ, ভয়েস রেকর্ডিং শুরু করা ইত্যাদি। স্টোরেজের দিক দিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬ জিবি র‌্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে। যেখানে আল্ট্রা ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‌্যাম এবং ২ টিবি স্টোরেজের সাথে আসতে পারে। এছাড়াও এই মডেলগুলো ইউজারদের একটি উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে অসাধারণ ক্যামেরা ক্ষমতা প্রদান করবে। ফোর্বস এক প্রতিবেদনে আইফোন ১৫ সিরিজের দাম জানিয়েছে। আইফোন ১৫ : ৭৯৯ ডলার থেকে শুরু (অপরিবর্তিত)আইফোন ১৫ প্লাস : ৮৯৯ ডলার থেকে শুরু (অপরিবর্তিত)। আইফোন ১৫ প্রো : ১, ০৯৯ ডলার থেকে শুরু (১০০ ডলার বাড়তে পারে)। আইফোন ১৫ প্রো ম্যাক্স : ১, ২৯৯ ডলার থেকে শুরু (২০০ ডলার বাড়তে পারে)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত