১৬ বছর ও তদূর্ধ্বরা পাবেন ১০ হাজার বাত

অর্থনীতিকে চাঙা করার উদ্যোগ থাইল্যান্ডে

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

আগামী ছয় মাসের মধ্যে থাইল্যান্ডের ৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্কের মধ্যে ৫৬০ বিলিয়ন বাত (১৬ বিলিয়ন মর্কিন ডলার) বিতরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অর্থনীতিকে চাঙা করতে আগামী ছয় মাসের মধ্যে থাইল্যান্ডের ৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্কের মধ্যে ৫৬০ বিলিয়ন বাত (১৬ বিলিয়ন মর্কিন ডলার) বিতরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিনিয়োগে উৎসাহিত করে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এমন উদ্যোগের কথা জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। থাইল্যান্ডে ১৬ বছর বা এর চেয়ে বেশি বয়সি সব নাগরিককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ হাজার বাত (বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ৯২০ টাকা) দেওয়া হবে। নাগরিকরা তাদের আশপাশে নির্দিষ্ট পণ্য এবং পরিষেবা খাতে এই অর্থ বিনিয়োগ করতে পারবেন। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংসদে এ সংক্রান্ত নীতি বিবৃতি পাঠ করেন থাই প্রধানমন্ত্রী। এর আগে, নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে যে ‘ডিজিটাল ওয়ালেট প্রোগ্রাম’র ঘোষণা দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে যাচ্ছে স্রেথা সরকারের ফিউ থাই পার্টি।