ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

কিছু দিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমতে শুরু করেছে রসুনের দাম। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় রসুনের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে ২০০ টাকা থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সোমবার (১১ সেপ্টেম্বর) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারের সবকটি মসলা বিক্রেতার দোকানেই রসুনের ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। সরবরাহ বাড়তি থাকায় দাম খানিকটা কমের দিকে। একসপ্তাহ পূর্বে যে বড় আকারের রসুন ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। এ ছাড়া ছোট আকারের রসুন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় দাম কমছে বলে দাবি বিক্রেতাদের। হিলি বাজারের রসুন বিক্রেতা শাকিল খান বলেন, মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে দেশীয় রসুনের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠে। সেই সঙ্গে ভারতের বাজারে দাম বৃদ্ধির কারণে বন্দর দিয়ে আমদানিকৃত রসুনের দাম বেশি থাকায় দেশের বাজারে রসুনের দাম বাড়তি। সম্প্রতি ভারতের বাজারে রসুনের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমাতে আমদানিকারকরা আবরো বন্দর দিয়ে রসুন আমদানি শুরু করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত