ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে

এফবিসিসিআই সভাপতি
পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে

যে কোনো সৎ ব্যবসায়ীর জন্য এফবিসিসিআই পাশে থাকবে। অন্যদিকে অসৎ ব্যবসায়ীদের বিপক্ষে দাঁড়াবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দ্রব্যমূল্য বাড়ায়, তারা ব্যবসায়ী নয়। এফবিসিসিআই অসাধু ব্যবসায়ীদের জন্য কোনো অ্যাডভোকেসি করবে না। কৃত্রিম সংকট যারা তৈরি করে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের সংকট সৃষ্টি ও বাজার অস্থিরতার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান যত বড় প্রভাবশালী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এফবিসিসিআই সভাপতি বলেন, ডলার সংকটের কারণে ছোট ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন না। মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট করা সহজ নয়। চাহিদা ও জোগানের সঙ্গে মিল রেখে সাপ্লাই চেইন ঠিক থাকলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দ্রব্যমূল্য সহনীয় রাখতে হলে আমদানি পণ্যের ওপর করছাড় দেওয়া উচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত