সৌদিতে জ্বালানি তেলের উৎপাদন কমছে কমছে রাশিয়াতেও

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

রাশিয়া ও সৌদি আরব যদি উৎপাদন হ্রাস অব্যাহত রাখে তবে আগামী বছর জ্বালানি তেলের দাম ৩ অঙ্কের ঘরে যাবে। এমন পূর্বাভাস দিয়ে গ্রাহককে সতর্ক করেছে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। সংস্থার মতে, এতে আগামী বছর ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০৭ ডলারে উঠতে পারে। এরই মধ্যে ব্রেন্ট তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বে জ্বালানি তেলের দুই শীর্ষ রপ্তানিকারক দেশ রাশিয়া ও সৌদি আরব জানিয়েছে, তাদের স্বেচ্ছায় উৎপাদন হ্রাস ২০২৩ সালের শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকবে। সৌদি আরব দিনে ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করছে, আর রাশিয়া দিনে তিন লাখ ব্যারেল তেল উৎপাদন কম করছে। এ সিদ্ধান্ত রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের বৈঠকে গত এপ্রিলে তারা নিয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদন হ্রাস ২০২৪ সালেও অব্যাহত থাকবে। গোল্ডম্যান স্যাকস বলেছে, ওপেক প্লাস ২০২৩ সালে তেল উৎপাদন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যদি ২০২৪ সালেও কার্যকর থাকে তবে আগামী বছরের ডিসেম্বর নাগাদ জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০৭ ডলারে উঠতে পারে। যদিও এর আগে সংস্থার পূর্বাভাস ছিল অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম ডিসেম্বর পর্যন্ত গড়ে ৮৬ ডলার থাকবে এবং ২০২৪ সালের শেষ নাগাদ দাম উঠবে ৯৩ ডলারে। এখন প্রতিষ্ঠানটি বলছে, সৌদি ও রাশিয়ার জ্বালানি তেল উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে থাকবে। এতে করে তেলের দাম বাড়বে। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৪৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৮৭.২৯ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশাধিত জ্বালানি তেলের দাম ০.৪০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৯০.২৮ ডলার। এক সপ্তাহে উভয় তেলের দাম বেড়েছে ২ শতাংশ। শনি ও রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ থাকায় এই দুই দিনের হিসাব উঠে আসেনি। বেশির ভাগ জ্বালানি বিশেষজ্ঞ পূর্বাভাস দিচ্ছেন, জ্বালানি তেলের সরবরাহ ক্রমান্বয়ে টানটান হবে, যার কারণে দাম বেড়ে যাবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাসে জানিয়েছে, বছরের দ্বিতীয় ভাগে জ্বালানি তেলের ঘাটতি থাকবে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল। এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড পূর্বাভাস দিয়েছিল বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল হবে ৯৩ ডলার। প্রতিষ্ঠানটির পণ্যবাজার বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি থাকবে দৈনিক ২৪ লাখ ৩০ হাজার ব্যারেল এবং নভেম্বর ও ডিসেম্বরে ঘাটতি থাকবে দৈনিক ২০ লাখ ব্যারেলের বেশি।