ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আরো ৩০ প্রতিষ্ঠান চিহ্নিত

রপ্তানির আড়ালে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার শঙ্কা

রপ্তানির আড়ালে ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার শঙ্কা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি করলে দেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ৪ শতাংশ নগদ প্রণোদনা পায়। আর সেই সুযোগ নিয়ে ৩০টির বেশি প্রতিষ্ঠান ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে আশঙ্কা করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে পোশাক রপ্তানিকারক ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৩০০ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানির আড়ালে ওই অর্থ পাচার করেছে কারখানাগুলো। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, শুধু প্রণোদনা হাতিয়ে নেওয়াই নয়, এই চক্রটি ক্রেতাদের রপ্তানির জন্য নমুনা পাঠানোর নামে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এ রকম প্রায় ২০ প্রতিষ্ঠানের খোঁজও পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ নমুনা বিদেশে পাঠিয়েছে সে পরিমাণ রপ্তানি আয় দেশে আসেনি বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টমস। জালিয়াতি করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, সম্প্রতি পোশাকশিল্পেও রপ্তানির নামে অর্থপাচার, নমুনার নামে রপ্তানি করা এবং এসব নমুনার অধিকাংশ রপ্তানি আয় না আসাসহ নতুন নতুন প্রতারণার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কিছু অসাধু রপ্তানিকারক। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি নগদ প্রণোদনার সুবিধা নিয়ে রপ্তানির আড়ালে ৩০ প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত