ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তাহিরপুরের তিন বন্দর পাঁচ দিন ধরে বন্ধ

তাহিরপুরের তিন বন্দর পাঁচ দিন ধরে বন্ধ

নদীপথে চাঁদাবাজির প্রতিবাদে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বড় তিন শুল্ক স্টেশন সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলিতে চুনাপাথর-কয়লা পঞ্চম দিনের মতো বিক্রি এবং পরিবহণ বন্ধ রেখেছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ। এতে কর্মহীন দিন কাটছে অন্তত ২০ হাজার শ্রমিকের। গত মঙ্গলবার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের অফিসে সংগঠনের জরুরি সভায় এমন তথ্য জানানো হয়। সভায় নদীপথে চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহণ বন্ধ রাখা হবে বলে জানান আমদানিকারকরা। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিআইডব্লিউটিএ’র সহকারী বন্দর ও পরিবহণ কর্মকর্তা সুব্রত রায়, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, কয়লা আমদানিকারক গ্রুপের উপদেষ্টা রিয়াজ উদ্দিন খন্দকার, সিনিয়র সহসভাপতি ফরিদ গাজী, অর্থ সম্পাদক মো. জাহের আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরসহ কমিটির অন্যান্য সদস্য ও নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত