এলপিজির সর্বোচ্চ ও সর্বনিম্ন দর নির্ধারণের সুপারিশ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নির্দিষ্ট দর না রেখে এলপিজির সর্বোচ্চ ও সর্বনিম্ন দর নির্ধারণের সুপারিশ এসেছে এ খাতের ওপর আয়োজিত এক ওয়েবিনারে। সম্প্রতি জি থেকে গ্যাস ‘বাংলাদেশে এলপিজির গতিপ্রকৃতি’ শিরোনামে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। ওয়েবিনারে আলোচক ছিলেন এনার্জিপ্যাকের পরিচালক নাওইদ রশিদ ও বসুন্ধরা গ্রুপের হেড অব প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি জাকারিয়া জালাল। সঞ্চালনায় ছিলেন ব্যবসা ও জ্বালানি বিশেষজ্ঞ আবু সাঈদ রাজা। নাওইদ রশিদ বলেন, গ্রাহক পর্যায়ে এলপিজির দাম সাধ্যের মধ্যে রাখতে হলে সরকারের উচিত বিদ্যুৎ খাতসহ অন্যান্য প্রয়োজনীয় খাতে ভর্তুকি দেওয়া। তা ছাড়া বছর বছর এলপিজির দাম সমন্বয় করা আরেকটি সমাধান হতে পারে। নতুবা আকস্মিক ২০ থেকে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি হলে গ্রাহকের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। জাকারিয়া জালাল বলেন, এলপিজি খাতে ইতোমধ্যে অতিবিনিয়োগ হয়ে গেছে। অতিবিনিয়োগের কারণে এ খাত তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে এলপিজি খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দামের পার্থক্য নিয়ে কথা বলেন জাকারিয়া। তিনি জানান, ডলারের দামের ওপর এলপিজির মূল্য নির্ধারণ নির্ভর করে।