রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের কর্মকর্তাদের কর ছাড় সুবিধা না কমানোর দাবি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মচারীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস ছাড়া বাকি সব ভাতা ও সুবিধা আয়করমুক্ত। কিন্তু রাষ্ট্র মালিকানাধীন পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি চাকরিজীবী হিসেবে না মেনে সব ভাতার ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর দাবি করছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর ওপর অন্যায্য অতিরিক্ত এই করারোপ বন্ধের দাবি জানিয়েছেন রাষ্ট্র মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তারা। তাদের দাবি, ২০১৮ সাল থেকে অতিরিক্ত আয়কর প্রদানের জন্য এনবিআরের কাছ থেকে নোটিশ পাওয়ার পর থেকেই তারা বিষয়টির বিরোধিতা করে আসছেন। জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক পর্যায়ের একজন কর্মকর্তাকে দেওয়া নোটিশ ও জরিমানা আরোপের বিষয়টি দেখিয়ে তিনি বলেন, ‘জনতা ব্যাংক শতভাগ সরকার মালিকানাধীন ব্যাংক। আমরাও সরকারি কর্মচারী। কিন্তু এনবিআর আমাদের বেসরকারি কোম্পানি হিসেবে উল্লেখ করে সব ধরনের আয়ের ওপর কর দেওয়ার নোটিশ দিয়েছে।’ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কমিটি এ নিয়ে এনবিআরের সাথে কয়েক দফা বৈঠক করেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। জানা যায়, কর অঞ্চলগুলো অর্থ মন্ত্রণালয়ের জারি করা পে-স্কেল ২০১৫-এর প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত আয়করের নোটিশ দিচ্ছে। এ প্রজ্ঞাপনে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নাম নেই। ওই সময়ে বেসামরিক প্রশাসন, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিচার বিভাগের জন্য পে-স্কেলের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।