ধীরে কমছে পেঁয়াজের দাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গত বৃহস্পতিবার প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা এবং প্রতি কেজি আলু সর্বোচ্চ ৩৬ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাজারে একটি পণ্যও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। স্থানীয় বাজারে দাম কমাতে ৪ প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। কোম্পানি ৪টি হলো- মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্ণব ট্রেডিং। গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা এবং প্রতি কেজি আলু সর্বোচ্চ ৩৬ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাজারে একটি পণ্যও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। ঢাকার খুচরা বাজারে দেখা গেছে, প্রতি ডজন ডিম ১৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। সে হিসেবে প্রতিটি ডিম ১২.৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম ৯০ টাকা থেকে কিছুটা কমে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে সরকার নির্ধারিত দামের তুলনায় এখনো ২৩ শতাংশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও অবশ্য ৮৫ টাকাতেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। কয়েক মাস আগে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার মনিটরিংয়ের ঘোষণা দেওয়ার পর আবারো কমতে শুরু করে এই নিত্যপণ্যের দাম। তবে তখন ডিমের দাম বেড়ে প্রতি পিস ১৫ টাকা পর্যন্ত হয়েছে। যদিও সরকার প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করেছে ১২ টাকা। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানান, যে চারটি কোম্পানিকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হয়নি। তবে যত দ্রুত সম্ভব আমদানি করতে বলা হয়েছে।